Header Ads Widget

Responsive Advertisement

পালাবে কোথায়


প্রশ্ন-উত্তরে কুরআন, পালাবে কোথায়?

أَلا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ 

তারা কি চিন্তা করে না, তাদেরকে আবার উঠানো হবে, এক মহাদিবসে? যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব জাহানের রবের সামনে। (মুতাফফিফীন, ৮৩/৪-৬)

يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ 

সেদিন মানুষ বলবে, ‘পালাবার জায়গা কোথায়’?

كَلَّا لَا وَزَرَ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ 

না, কোথাও আশ্রয়স্থল নাই। সেদিন তোমার রবের কাছেই হবে অবস্থানস্থল। (আল-ক্বিয়ামাহ, ৭৫/১০-১২) 

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ 

সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। (আবাসা, ৮০/৩৪-৩৭)


Post a Comment

0 Comments