Header Ads Widget

Responsive Advertisement

সবাই জান্নাত চায় কিন্তু ইবলীস শয়তানে প্রচেষ্টা অব্যাহত আছে।

সবাই জান্নাত চায় কিন্তু ইবলীস শয়তানে প্রচেষ্টা অব্যাহত আছে

আল্লাহ বলেন;

وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
আর যদি শয়তানের পক্ষ হতে কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। আল-আ‘রাফ, ৭/২০০


وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

আর যদি শয়তানের পক্ষ হতে কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর নিকট আশ্রয় চাও; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। ফুসফিলাত, ৪১/৩৬
.
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আঊযুবিল্লাহি মিনাশ শাইত্বোনির রাজিম।


আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি।

رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
রাব্বি আউ-যুবিকা মিন্ হামাযা-তিশ্ শাইয়া-ত্বি---ন্ ওয়া আউ-যুবিকা রাব্বি আই-ইয়াহদ্বুরু--ন


হে আমার রব! শয়তানের প্ররোচনা হতে আমি আপনার কাছে আশ্রয় চাই। আর হে আমার রব! আমি আপনার কাছে আশ্রয় চাই, ওদের (শয়তানদের) উপস্থিতি হতে। মু’মিনুন, ২৩/৯৭-৯৮



Post a Comment

0 Comments