Header Ads Widget

Responsive Advertisement

যে সব আয়াত পড়লে মন ও মনের রোগ ভাল হয়ে যায়

যে সব আয়াত পড়লে মন ও মনের রোগ ভাল হয়ে যায় 

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ ادْخُلُوهَا بِسَلامٍ آمِنِينَ

নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তাতে তোমরা প্রবেশ করবে শান্তির সাথে, নিরাপদে। আল-হিজ্‌র, ১৫/৪৫-৪৬

إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের রবের নিকট রয়েছে নেয়ামতে পরিপূর্ণ্ জান্নাত। আল-ক্বালাম, ৬৮/৩৪

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا دِهَاقًا لا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلا كِذَّابًا جَزَاءً مِنْ رَبِّكَ عَطَاءً حِسَابًا

নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। বাগিচা, আঙ্গুর। আর সমবয়স্কা, নব্য যৌবনা তরুণী। এবং পরিপূর্ণ পানপাত্র।  তারা সেখানে শুনবে না কোন অসার ও মিথ্যা কথা। তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, যথোচিত দান। আন-নাবা, ৭৮/৩১-৩৬

إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ لا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلا الْمَوْتَةَ الأولَى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ فَضْلا مِنْ رَبِّكَ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
নিশ্চয়ই মুত্তাকীরা নিরাপদ স্থানের মধ্যে থাকবে, বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও মোটা রেশমী কাপড়, আর মুখোমুখি হয়ে বসবে, এরূপই হবে আর আমি তাদের বিয়ে দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের (হুরদের) সাথে। তারা সেখানে পূর্ণ  শান্তি ও নিরাপত্তার সাথে সকল প্রকার ফল-মূল আনতে বলবে। প্রথম মৃত্যুর পরে সেখানে তারা মৃত্যু আস্বাদন করবে না, এবং তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। আপনার রবের অনুগ্রহে এটাই হল মহাসাফল্য। আদ্-দুখান, ৪৪/৫১-৫৭

জান্নাতের জন্য কি করতে হবে? আর মুত্তাকীদের বৈশিষ্টসমূহ কি কি?

وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 
আল্লাহ ও রাসূলের আনুগত্য কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আলে‘ইমরান, ৩/১৩২

وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। আলে‘ইমরান, ৩/১৩৩

الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে আর রাগ দমনকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল এবং আল্লাহ নেকলোকদেরকে ভালবাসেন। আলে‘ইমরান, ৩/১৩৪

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
আর যারা কোন অশ্লীল কাজ করে ফেলে কিংবা তাদের নিজের উপর জুলুম করে ফেলে তখনই আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপসমূহ ক্ষমা করতে পারেন? তারা যা করে ফেলেছে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। আলে‘ইমরান, ৩/১৩৫

أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ হতে ক্ষমা ও জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে, আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! আলে‘ইমরান, ৩/১৩৬









Post a Comment

0 Comments