Header Ads Widget

Responsive Advertisement

নারীর লজ্জাস্থানের সীমারেখা


নারীর লজ্জাস্থানের সীমারেখা >>>

আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ 
নারী (সবটাই) লজ্জাস্থান (গোপনীয়) তাই যখন সে (গোপনীয়তা থেকে) বের হয়, তখন শয়তান তাকে পুরুষের চোখে শোভনীয় করে তোলে। (তিরমিযী: ১১৭৩; মিশকাত: ৩১০৯)


আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ وَإِنَّهَا إِذَا خَرَجَتِ من بيتها اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ وَإِنَّهَا لَا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
নারী (সবটাই) লজ্জাস্থান (গোপনীয়) আর সে যখন নিজ বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে শোভনীয় করে তোলে। সে নিজ বাড়ির অন্দর মহলে অবস্থান করে আল্লাহর অধিক নিকটবর্তী থাকে। (ত্বাবারানীর আওসাত্ব: ২৮৯০, সহীহ তারগীব: ৩৪৪)
.
আল্লাহ বলেন;
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الأولَى 
আর তোমরা নিজ গৃহের মধ্যে অবস্থান কর, প্রাচীন অজ্ঞযুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন কর না। (আল-আহযাব, ৩৩/৩৩)
.
فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ 
নেকস্ত্রীরা হয় অনুগতা আর আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। (আন-নিসা, ৪/৩৪)


Post a Comment

0 Comments