>>> অন্তরে থাকে করুণা ও দয়া <<<
وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً
আর তার অনুসারীদের অন্তরে করুণা ও দয়া দিয়েছিলাম। (আল-হাদীদ, ৫৭/২৭)
এ رَأْفَةٌ অর্থ নম্রতা, করুণা এবং رَحْمَةٌ এর অর্থ দয়া-দাক্ষিণ্য। অনুসারীদের বলতে ঈসা (আলাইহিস সালাম)-এর ‘হাওয়ারী’ (শিষ্যগণ) অর্থাৎ, তাদের অন্তরে পরস্পরের জন্য প্রেম-প্রীতির প্রেরণা সৃষ্টি করে দিয়েছিলাম। যেমন, সাহাবাবায়ে কিরাম (রাদ্বিয়াল্লাহ আনহুম) একে অপরের প্রতি দয়াশীল ও হিতার্থী ছিলেন। ইয়াহুদীরা আপোসে এ রকম একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী ও দরদী নয়, যে রকম ঈসা (আলাইহিস সালাম)-এর অনুসারীরা ছিলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন;
هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ
এই রহমত (দয়া), যা আল্লাহ তা'আলা তার বান্দাদের অন্তরে সৃষ্টি করেছেন আর আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে দয়ালুদের প্রতি দয়া করেন। (সহীহুল বুখারী: ১২৮৪, ৫৬৫৫, ৬৬৫৫, ৭৩৭৭, ৭৪৪৮, মুসলিম: ২০২০; আবু দাউদ: ৩১২৫; নাসাঈ: ১৮৭১)
.
আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত; নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন;
إِنَّ لِلَّهِ مِائَةَ رَحْمَةٍ أَنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الْجِنِّ وَالإِنْسِ وَالْبَهَائِمِ وَالْهَوَامِّ فَبِهَا يَتَعَاطَفُونَ وَبِهَا يَتَرَاحَمُونَ وَبِهَا تَعْطِفُ الْوَحْشُ عَلَى وَلَدِهَا وَأَخَّرَ اللَّهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَةِ
আল্লাহর একশ রহমত আছে। তন্মধ্যে একভাগ রহমত তিনি জিন, ইনসান, চতুষ্পদ জন্তু ও কীট-পতঙ্গের মধ্যে ভাগ করে দিয়েছেন। এই এক ভাগ রহমতের কারণেই সৃষ্ট জীব পরস্পর একে অপরের প্রতি দয়া করে এবং এই এক ভাগ রাহমতের মাধ্যমে বন্য পশু নিজ সন্তানের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করে। মহান আল্লাহ তার একশত ভাগ রহমতের নিরানব্বই ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন এর দ্বারা তিনি কিয়ামতের দিন স্বীয় বান্দাদের প্রতি দয়া করবেন। (সহীহ মুসলিম: ৬৮৬৭)


0 Comments