Header Ads Widget

Responsive Advertisement

পিতা-মাতার সাথে সদ্ব্যবহার/সদাচরণ করা




>>> পিতা-মাতার সাথে সদ্ব্যবহার/সদাচরণ করা <<<

পিতামাতার সাথে সদ্ব্যবহার করার বিষয়টি ইসলামী শরীয়তের মহান সৌন্দর্যের অন্তর্ভুক্ত; এটা হল অনুগ্রহের স্বীকৃতি, মর্যাদা সংরক্ষণ, শরীয়তের পরিপূর্ণতার উপর প্রমাণ এবং তা অন্তর্ভুক্ত করে সকল প্রকার অধিকারকে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করার বিষয়টি তাওহীদ তথা আল্লাহর একত্বের পর গুরত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ বলেন;

 وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

তোমরা আল্লাহর ইবাদাত কর, তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না আর মাতা-পিতার সাথে সদ্ব্যবহার কর। (আন-নিসা, ৪/৩৬)
.
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ ۖ  أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
তুমি বল, তোমরা এসো, আমি পাঠ করে শুনাই, তোমাদের রব তোমাদের উপর কী কী হারাম করেছেন, তোমরা তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না; আর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে। (আন‘আম; ৬/১৫১)
.
عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ الصَّلاَةُ لِوَقْتِهَا وَبِرُّ الْوَالِدَيْنِ ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ
আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন; কোন্ আমলটি সর্বোত্তম? তিনি বললেনঃ যথা সময়ে সালাত আদায় করা, তারপর মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করা, অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। (সহীহুল বুখারী: ৭৫৩৪, ৫২৭, ২৭৮২, ৫৯৭০ সহিহ মুসলিম: ১৫৩, ১৫৪, ১৫৫)
.
আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন;
أَفْضَلُ الأَعْمَالِ - أَوِ الْعَمَلِ - الصَّلاَةُ لِوَقْتِهَا وَبِرُّ الْوَالِدَيْنِ
আমল সমূহের মধ্যে বা আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো সঠিক সময়ে স্বলাত আদায় করা এবং পিতা-মাতার প্রতি সদ্যবহার করা। (সহিহ মুসলিম: ১৫৭)

Post a Comment

0 Comments