Header Ads Widget

Responsive Advertisement

পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য




>>> পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য <<<
একজন বাবা/মা তাঁর ছেলে/মেয়েকে কিভাবে উপদেশ দেয়া উচিত আর কি কি উপদেশ দিতে হবে? লুকমান আলাইহিস সালাম-এর ১০টি উপদেশঃ
১ম উপদেশঃ
وَإِذْ قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
আর স্মরণ কর, যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিল, হে বৎস, আল্লাহর সাথে কোন কিছুকে শির্ক কর না; নিশ্চয় শির্ক হচ্ছে মহা জুলুম (গুনাহ)। (লুকমান, ৩১/১৩)



২য় উপদেশঃ
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
আমিতো মানুষকে তার মাতাপিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার মাতাপিতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমার কাছেই। (লুকমান, ৩১/১৪)
.
৩য় উপদেশঃ
পিতা-মাতা শির্ক এর নির্দেশ দিলে তাদেরও কথা শুনা যাবে নাঃ
وَإِنْ جَاهَدَاكَ عَلى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا
আর যদি তারা তোমার উপর প্রচেষ্টা চালায় আমার সাথে এমন কিছুকে শরীক করতে যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না আর দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে বসবাস করবে।
.
৪র্থ উপদেশঃ
وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
এবং অনুসরণ কর তার পথ, যে আমার অভিমুখী হয়েছে, তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব, যা তোমরা করতে।
 .
يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ ۚ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
হে আমার বৎস! কোন কিছু যদি সরিষার দানা পরিমানও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মাটির নীচে, আল্লাহ তাও নিয়ে আসবেন; নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। (লুকমান, ৩১/১৫-১৬)
.
৫ম-৮ম উপদেশঃ
يَيَا بُنَيَّ أَقِمِ الصَّلاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأمُورِ
হে আমার বৎস! সালাত কায়েম কর, সৎকাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ কর এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্যধারণ কর; নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ। (লুকমান, ৩১/১৭)
.
৯ম উপদেশঃ
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা কর না এবং আর যমীনে দম্ভভরে চলাফেরা কর না; নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক, অহঙ্কারীকে পছন্দ করেন না’। (লুকমান, ৩১/১৮)
.
১০ম উপদেশঃ
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ۚ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ
আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন কর, তোমার আওয়াজ নীচু কর; নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হল গাধার আওয়াজ। (লুকমান, ৩১/১৯)

Post a Comment

0 Comments