কুরআনের আয়াতে তাক্বদির। তাক্কদির লিখা রয়েছে এবং তাক্কদির সম্পর্কে আল্লাহ অবগত আছেন >>>
مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الأرْضِ وَلا فِي أَنْفُسِكُمْ إِلا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোন মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ করে রাখি না, এটা আল্লাহর জন্য খুবই সহজ। আল-হাদীদ, ৫৭/২২
وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلا بِعِلْمِهِ وَمَا يُعَمَّرُ مِنْ مُعَمَّرٍ وَلا يُنْقَصُ مِنْ عُمُرِهِ إِلا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর শুক্রবিন্দু থেকে, এরপর তোমাদেরকে করেছেন যুগল; আর না কোন নারী গর্ভধারণ করে, আর না কোন নারী প্রসব করে, তাঁর অবগতি ছাড়া, আর না কোন বয়স্ক ব্যক্তি আয়ু লাভ করে, আর না তার বয়স হ্রাস পায় কিতাবে (লাওহে মাহফুযে) লিপিবদ্ধ হওয়া ব্যতীত, নিশ্চয় এটা আল্লাহর জন্যে খুবই সহজ। ফাত্বির, ৩৫/১১
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لا يَعْلَمُهَا إِلا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلا يَعْلَمُهَا وَلا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأرْضِ وَلا رَطْبٍ وَلا يَابِسٍ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
আর তাঁর কাছে রয়েছে গায়েবের (গুপ্ত রহস্যের) চাবিসমূহ, তিনি ছাড়া কেউ তা জ্ঞাত নয় এবং তিনি অবগত রয়েছেন যা কিছু আছে স্থলে আর সমুদ্রে, আর তাঁর অবগতি ব্যতীত কোন পাতা ঝরে পড়ে না এবং জমিনের অন্ধকারে কোন দানা পতিত হয় না, এমনকি কোন আদ্র আর কোন শুষ্ক কিছুও পতিত হয় না; সমস্ত কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল-আন‘আম, ৬/৫৯
وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالأرْضِ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
আর আসমানে ও জমিনে এমন কোন গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। আন্-নাম্ল, ২৭/৭৫
عَالِمِ الْغَيْبِ لا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلا فِي الأرْضِ وَلا أَصْغَرُ مِنْ ذَلِكَ وَلا أَكْبَرُ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
তিনি (আল্লাহ) গায়েব (অদৃশ্য) সম্পর্কে অবগত, তাঁর অজানা নেই আসমানসমূহে ও জমিনে অণু পরিমাণ কোন কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কোন কিছু; তবে সব কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সাবা, ৩৪/৩
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالأرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
তুমি কি জান না যে, আসমান ও জমিনে যা কিছু রয়েছে, আল্লাহ তা জানেন? নিশ্চয় এসব এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে, নিশ্চয় এটা আল্লাহর জন্য খুবই সহজ। আল-হাজ্জ, ২২/৭০
وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الأرْضِ وَلا فِي السَّمَاءِ وَلا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلا أَكْبَرَ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
অণু পরিমাণও কোন বস্তু তোমার রবের (জ্ঞানের) অগোচর নয়- না জমিনে আর না আসমানে, এবং না এর চেয়ে ক্ষুদ্রতর আর না এর চেয়ে বৃহত্তর, সমস্ত কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। ইউনুস, ১০/৬১
وَمَا مِنْ دَابَّةٍ فِي الأرْضِ إِلا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
আর জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যাদের রিযিকের দায়িত্ব আল্লাহর উপর না রয়েছে, এবং তিনি জানেন তার আবাসস্থল ও সমাধিস্থল, সব কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। হুদ, ১১/৬
مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الأرْضِ وَلا فِي أَنْفُسِكُمْ إِلا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোন মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ করে রাখি না, এটা আল্লাহর জন্য খুবই সহজ। আল-হাদীদ, ৫৭/২২
وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلا بِعِلْمِهِ وَمَا يُعَمَّرُ مِنْ مُعَمَّرٍ وَلا يُنْقَصُ مِنْ عُمُرِهِ إِلا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর শুক্রবিন্দু থেকে, এরপর তোমাদেরকে করেছেন যুগল; আর না কোন নারী গর্ভধারণ করে, আর না কোন নারী প্রসব করে, তাঁর অবগতি ছাড়া, আর না কোন বয়স্ক ব্যক্তি আয়ু লাভ করে, আর না তার বয়স হ্রাস পায় কিতাবে (লাওহে মাহফুযে) লিপিবদ্ধ হওয়া ব্যতীত, নিশ্চয় এটা আল্লাহর জন্যে খুবই সহজ। ফাত্বির, ৩৫/১১
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لا يَعْلَمُهَا إِلا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلا يَعْلَمُهَا وَلا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأرْضِ وَلا رَطْبٍ وَلا يَابِسٍ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
আর তাঁর কাছে রয়েছে গায়েবের (গুপ্ত রহস্যের) চাবিসমূহ, তিনি ছাড়া কেউ তা জ্ঞাত নয় এবং তিনি অবগত রয়েছেন যা কিছু আছে স্থলে আর সমুদ্রে, আর তাঁর অবগতি ব্যতীত কোন পাতা ঝরে পড়ে না এবং জমিনের অন্ধকারে কোন দানা পতিত হয় না, এমনকি কোন আদ্র আর কোন শুষ্ক কিছুও পতিত হয় না; সমস্ত কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল-আন‘আম, ৬/৫৯
وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالأرْضِ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
আর আসমানে ও জমিনে এমন কোন গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। আন্-নাম্ল, ২৭/৭৫
عَالِمِ الْغَيْبِ لا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلا فِي الأرْضِ وَلا أَصْغَرُ مِنْ ذَلِكَ وَلا أَكْبَرُ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
তিনি (আল্লাহ) গায়েব (অদৃশ্য) সম্পর্কে অবগত, তাঁর অজানা নেই আসমানসমূহে ও জমিনে অণু পরিমাণ কোন কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কোন কিছু; তবে সব কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সাবা, ৩৪/৩
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالأرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
তুমি কি জান না যে, আসমান ও জমিনে যা কিছু রয়েছে, আল্লাহ তা জানেন? নিশ্চয় এসব এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে, নিশ্চয় এটা আল্লাহর জন্য খুবই সহজ। আল-হাজ্জ, ২২/৭০
وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الأرْضِ وَلا فِي السَّمَاءِ وَلا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلا أَكْبَرَ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
অণু পরিমাণও কোন বস্তু তোমার রবের (জ্ঞানের) অগোচর নয়- না জমিনে আর না আসমানে, এবং না এর চেয়ে ক্ষুদ্রতর আর না এর চেয়ে বৃহত্তর, সমস্ত কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। ইউনুস, ১০/৬১
وَمَا مِنْ دَابَّةٍ فِي الأرْضِ إِلا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
আর জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যাদের রিযিকের দায়িত্ব আল্লাহর উপর না রয়েছে, এবং তিনি জানেন তার আবাসস্থল ও সমাধিস্থল, সব কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। হুদ, ১১/৬
0 Comments