Header Ads Widget

Responsive Advertisement

পরকালের প্রশ্ন-উত্তরগুলি দুনিয়ার জীবনে ফাঁস হয়ে গেছে আপনি রেডি তো

পরকালের প্রশ্ন-উত্তরগুলি দুনিয়ার জীবনে ফাঁস হয়ে গেছে আপনি রেডি তো?

কবরের ৩টি প্রশ্ন,
مَنْ رَبُّكَ؟
১. তোমার রব কে?
مَا دِينُكَ؟
২. তোমার দ্বীন কি?
مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟
৩. (মুহাম্মদ (ﷺ) এর দিকে ইংগিত করে বলা হবে ) এই ব্যক্তি কে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল?

(উপরের তিনটি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে কেবল তাদেরকে ৪নং প্রশ্ন করা হবে)
وَمَا عِلْمُكَ؟
৪. কিভাবে জানলে?
فَيَقُولُ: قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ
অতঃপর সে বলবে: আমি আল্লাহর কিতাব পড়েছি, তাতে ঈমান এনেছি ও তা সত্য জ্ঞান করেছি। (মুসনাদে আহমদ ১৮৫৫৭, এর অংশ বিশেষ আর আলবানী রহ. আহকামুল জানায়িয কিতাবে এ হাদীসটিকে সহীহ বলেছেন)

হাশরের মাঠে পাঁচটি প্রশ্ন কি কি?





নবী (ﷺ) বলেছেন;
لاَ تَزُوْلُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ
ক্বিয়ামতের দিন আদম সন্তান তার প্রতিপালকের কাছে পাঁচটি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত পা বাড়াতে পারবে না।
عَنْ عُمْرِهِ فِيْمَا أَفْنَاهُ
১. তার জীবনকাল সম্পর্কে, কিসে তা অতিবাহিত করেছিল?
وَعَنْ شَبَابِهِ فِيْمَا أَبْلاَهُ
২. তার যৌবনকাল সম্পর্কে, কিসে তা জীর্ণ করেছিল?
وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيْمَ أَنْفَقَهُ
৩. তার মাল সম্পর্কে, কোন পথে তা উপার্জন করেছিল? এবং
৪. কোন পথে তা ব্যয় করেছিল?
وَمَاذَا عَمِلَ فِيْمَا عَلِمَ
৫. তার ইলম সম্পর্কে, সেই অনুযায়ী সে আমল করেছিল কিনা? (তিরমিযী: হা/২৪১৬; মিশকাত: হা/৫১৯৭)

কবরের ৩টি এবং হাশরের মাঠের ৫টি, মোট ৮টি প্রশ্ন-উত্তর নিয়ে সকলকে মৃত্যুবরণ করতে হবে। আফসোস জীবনের প্রতি পরীক্ষায় কত প্রশ্নের উত্তর আয়ত্ত করি এমনকি যেগুলো বুঝি না সেগুলোও কষ্ট করে মুখস্ত করি কিন্তু আল্লাহতালা আমাদেরকে ৮টি প্রশ্নের উত্তর রেডি করতে বলেছেন কিন্তু আমরা কয়জন প্রস্তুত আছি অথচ মৃত্যু যে কোন সময় চলে আসতে পারে।

Post a Comment

0 Comments