Header Ads Widget

Responsive Advertisement

কুরআনে ঈমান ও সৎ আমলের প্রতিদান


=== বিষয়: কুরআনে ঈমান ও সৎ আমলের প্রতিদান ===
“যারা ইমান এনেছে ও সৎ কাজসমূহ করেছে” الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ এ বাক্যটি কুরআনে ৫০ বার এসেছে। আসুন দেখি কুরআন ঈমান ও সৎ আমলের প্রতিদান সম্পর্কে কী বলে?
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার। ফুসসিলাত, ৪১/৮

إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
তবে যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। আল-ইনশিক্বাক্ব, ৮৪/২৫


إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
তবে যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে অতঃপর তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। আত-তীন, ৯৫/৬

وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لا يُحِبُّ الظَّالِمِينَ
তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অতঃপর তিনি তাদেরকে পরিপুর্ণ প্রতিদান দেবেন, আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না। আলে‘ইমরান, ৩/৫৭

لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْ فَضْلِهِ إِنَّهُ لا يُحِبُّ الْكَافِرِينَ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদেরকে যেন তাঁর অনুগ্রহে প্রতিদান দেন, নিশ্চয় তিনি অবিশ্বাসীদের ভালবাসেন না। আর-রূম, ৩০/৪৫

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করবো। আল-আনকাবূত, ২৯/৯

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, পরম করুণাময় তাদের জন্য (বান্দাদের হৃদয়ে) অতি শীঘ্রই ভালবাসা সৃষ্টি করবেন। মারইয়াম, ১৯/৯৬

إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَا هُمْ
তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আর তাদের সংখ্যা অল্পই। সোয়াদ, ৩৮/২৪

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে ও সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য তাদের পুরষ্কার তাদের রবের নিকটে রয়েছে, এবং তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল-বাকারাহ, ২/২৭৭

إِنَّ الإنْسَانَ لَفِي خُسْرٍ إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে; কেবলমাত্র তারা নয়, যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল-আসর, ১০৩/২-৩

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَى لَهُمْ وَحُسْنُ مَآبٍ
যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণের মাধ্যমে তাদের অন্তরসমূহ শান্তি লাভ করেছে; জেনে রাখ, আল্লাহর স্মরণের দ্বারা অন্তরসমূহে প্রশান্তি লাভ করা যায়; যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্যই রয়েছে কল্যাণ ও উত্তম প্রত্যাবর্তণস্থল। আর-রাদ, ১৩/২৮-২৯

ذَلِكَ الَّذِي يُبَشِّرُ اللَّهُ عِبَادَهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ قُلْ لا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى وَمَنْ يَقْتَرِفْ حَسَنَةً نَزِدْ لَهُ فِيهَا حُسْنًا إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ
এরই সুসংবাদ আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে; তুমি বল, আমি তোমাদের নিকট হতে কোন পারিশ্রমিক চাই না, কেবলমাত্র আত্মীয়ের সৌহার্দ চাই; আর যে কেউ কল্যাণময় কাজ করবে, আমি তার জন্যে তাতে কল্যাণ বাড়িয়ে দেই; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী। আশ্-শূরা, ৪২/২৩

>>> বিশ্বাসী ও অবিশ্বাসীদের প্রতিদান <<<
وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَالْكَافِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ
এবং যারা ঈমান আনে এবং সৎকাজসমূহ করে তিনি তাদের দো‘আ কবুল করেন এবং তাদেরকে তাঁর অনুগ্রহ হতে আরও বাড়িয়ে দেন; এবং অবিশ্বাসীদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। আশ্-শূরা, ৪২/২৬

فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلا نَصِيرًا
কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, অতঃপর তিনি তাদেরকে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেবেন এবং তাঁর অনুগ্রহ থেকে তাদেরকে আরও বাড়িয়ে দেবেন; পক্ষান্তরে যারা অবজ্ঞা করেছে এবং অহঙ্কার করেছে তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, এবং তারা তাদের জন্যে আল্লাহকে ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আন-নিসা, ৪/১৭৩

فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ
অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অতঃপর তাদের রব তাদেরকে তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন, এটাই সুস্পষ্ট সাফল্য। কিন্তু যারা অবিশ্বাস করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পঠিত হয়নি? কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। আল-জাসিয়া, ৪৫/৩০-৩১

إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ
তবে যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে আর তাদের উপর নির্যাতিত হওয়ার পর তারা প্রতিশোধ নিয়েছে; এবং যালিমরা শীঘ্রই জানতে পারবে কোন্ প্রত্যাবর্তনস্থলে তারা প্রত্যাবর্তন করবে। আশ-শুআ’রা, ২৬/২২৭

>>> ঈমানদারদের জন্য রয়েছে ক্ষমা <<<
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্য্ রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। আল-ফাত্হ, ৪৮/২৯

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আমি অবশ্যই তাদের হতে তাদের দোষগুলো দূর কর দেব, এবং অবশ্যই আমি তাদেরকে অতি উত্তম প্রতিফল দেব, যে কাজ তারা করেছিল। আল-আনকাবূত, ২৯/৭

الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে এবং মুহাম্মদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করছে এবং তা তাদের রবের পক্ষ হতে (প্রেরিত) সত্য, তিনি তাদের হতে তাদের ত্রুটিসমূহ দূর করে দেবেন ও তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। মুহাম্মদ, ৪৭/২

لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ثُمَّ اتَّقَوْا وَآمَنُوا ثُمَّ اتَّقَوْا وَأَحْسَنُوا وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের উপর কোন গুনাহ নেই (নিষেধাজ্ঞা জারি করার) পূর্বে তারা যা খেয়েছে তার জন্য; যখন তারা তাকওয়া অবলম্বন করে আর ঈমানে অটল থাকে ও সৎকাজসমূহ করতে থাকে; এরপর তারা (নিষিদ্ধ জিনিস হতে) বেঁচে চলে আর ঈমানে দৃঢ় থাকে এরপরও তারা সংযত থাকে আর উত্তম কাজ করতে থাকে আর আল্লাহ উত্তম কর্মশীলদেরকে ভালবাসেন। আল-মায়িদাহ, ৫/৯৩

الَّذِينَ كَفَرُوا لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
যারা অবিশ্বাস করেছে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি; আর যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। ফাত্বির, ৩৫/৭

لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ وَالَّذِينَ سَعَوْا فِي آيَاتِنَا مُعَاجِزِينَ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزٍ أَلِيمٌ
যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আর যারা আমার আয়াতসমূহকে হীন প্রমাণ করতে চেষ্টা করেছে, তাদের জন্যে রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। আস-সাব, ৩৪/৪-৫

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ
আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার; আর যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই প্রজ্জ্বলিত আগুনের অধিবাসী। আল-মায়িদাহ, সূরা-৫/৯-১০

فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ وَالَّذِينَ سَعَوْا فِي آيَاتِنَا مُعَاجِزِينَ أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ
সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের জন্যে রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এবং যারা আমার আয়াতসমূহকে হীন প্রমাণ করতে চেষ্টা করেছে, তারাই জাহান্নামের অধিবাসী। আল-হাজ্জ, ২২/৫০-৫১

>>> জান্নাতের অধিবাসী <<<
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল-বাকারাহ, ২/৮২

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَى رَبِّهِمْ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে এবং তাদের রবের প্রতি বিনয়ী হয়েছে তারাই জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। হুদ, ১১/২৩

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্মসমূহ করেছে তাদের জন্যে রয়েছে জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়; এটাই মহাসাফল্য। আল-বুরূজ, ৮৫/১১

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
আর যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে, তারা জান্নাতের বাগিচাসমূহের মধ্যে থাকবে, তারা যা কিছু চাইবে তাই তাদের রবের নিকট লাভ করবে, এটাই মহাঅনুগ্রহ। আশ-শূরা, ৪২/২২

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلا خَالِدِينَ فِيهَا لا يَبْغُونَ عَنْهَا حِوَلا
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের মেহমানদারির জন্যে রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। আল-কাহ্ফ, ১৮/১০৭-১০৮

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ خَالِدِينَ فِيهَا وَعْدَ اللَّهِ حَقًّا وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্য রয়েছে নেআমতপূর্ণ জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে; আল্লাহর ওয়াদা সত্য এবং তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। লুকমান, ৩১/৮-৯

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُمْ بِإِيمَانِهِمْ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الأنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে সঠিক পথ দেখাবেন; নি‘আমতে পরিপূর্ণ্ জান্নাতের, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। ইউনুস, ১০/৯

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لا نُكَلِّفُ نَفْسًا إِلا وُسْعَهَا أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে; আমি কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না; তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল-আ‘রাফ, ৭/৪২

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্মসমূহ করেছে তারাই সৃষ্টির সেরা; তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে; এটা তারই জন্যে, যে তার রবকে ভয় কর। আল-বাইয়্যিনাহ, ৯৮/৭-৮

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আমি অবশ্যই তাদেরকে বসবাস করাব সুউচ্চ অট্টালিকাসমূহের জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে; কতই উত্তম আমলকারীদের প্রতিদান! আল-আনকাবূত, ২৯/৫৮

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়; নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল-হাজ্জ, ২২/১৪

وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّتُهُمْ فِيهَا سَلامٌ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে তাদের রবের নির্দেশে চিরকাল থাকবে; সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’। ইবরাহীম, ১৪/২৩

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَعْدَ اللَّهِ حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلا
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে; আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? আন-নিসা, ৪/১২২

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلا ظَلِيلا
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ আর আমি তাদেরকে প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। আন-নিসা, ৪/৫৭

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আপনি তাদের সুসংবাদ দিন যে, অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়; যখনই তাদেরকে জান্নাত হতে খাবার হিসেবে কোন ফল খেতে দেয়া হবে তখনই তারা বলবে; ‘এটাই তো আমাদেরকে পূর্বে খেতে দেয়া হয়েছিল’ এবং তাদেরকে সেখানে সাদৃশ্যপূর্ণ্ করে তা দেয়া হবে; আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ এবং সেখানে তারা চিরকাল থাকবে। আল-বাকারাহ, ২/২৫

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, সেখানে তাদেরকে স্বর্ণ-কংকণ ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। আল-হাজ্জ, ২২/২৩

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلا أُولَئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الأنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الأرَائِكِ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে; আমি অবশ্যই তাদের প্রতিফল ধ্বংস করব না যারা সৎ আমল করেছে। তাদের জন্যে রয়েছে চিরস্থায়ী জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবাহিত; সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের কংকণ দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও মোটা রেশমের সবুজ পোশাক, সেখানে তারা শাহী মসনদের উপর ঠেস লাগিয়ে বসবে; কত সুন্দর প্রতিদান এবং কত উত্তম আশ্রয়স্থল! আল-কাহ্ফ, ১৮/৩০-৩১

رَسُولا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِيُخْرِجَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا
একজন রাসূল, যিনি তোমাদের নিকট পাঠ করেন আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ; যেন যারা ঈমান আনে ও সৎকাজসমূহ করে, তাদেরকে অন্ধকার হতে বাহির করে আলোর দিকে নিয়ে আসতে পারেন; আর যে আল্লাহর প্রতি ঈমান আনবে ও সৎকাজ করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে; নিশ্চয় আল্লাহ তার জন্য উত্তম রিয্ক রেখেছেন। আত-তালাক, ৬৫/১১

>>> বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরকালের প্রতিদান <<<
إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا وَعْدَ اللَّهِ حَقًّا إِنَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ بِالْقِسْطِ وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ
তাঁরই নিকট তোমাদের সবাইকে ফিরে যেতে হবে; আল্লাহর ওয়াদা সত্য; নিশ্চয় তিনি সৃষ্টির সুচনা করেছেন অতঃপর তিনিই আবার সৃষ্টি করবেন; যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদেরকে ইনসাফের সাথে প্রতিদান দেয়ার জন্য; আর যারা অবিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি যেহেতু তারা অস্বীকার করত। ইউনুস, ১০/৪

فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الآخِرَةِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ
সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তারা বাগ-বাগিচার মধ্যে আনন্দ করবে। কিন্তু যারা অবিশ্বাস করেছে আর আমার আয়াতসমূহকে ও পরকালের সাক্ষাতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকেই শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। আর-রূম, ৩০/১৫-১৬

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الأنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত; আর যারা অবিশ্বাস করেছে তারা ভোগ-বিলাসে মত্ত আছে এবং তারা খাচ্ছে যেমন খায় চতুষ্পদ জন্তু, জাহান্নামই তাদের জন্য বাসস্থান। মুহাম্মদ, ৪৭/১২

الْمُلْكُ يَوْمَئِذٍ لِلَّهِ يَحْكُمُ بَيْنَهُمْ فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي جَنَّاتِ النَّعِيمِ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا فَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ
সেদিনের রাজত্ব হবে আল্লাহর, তিনিই তাদের মধ্যে ফয়সালা করে দিবেন; অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তারা থাকবে নে‘আমতপূর্ণ জান্নাতে। আর যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্যে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল-হাজ্জ, ২২/৫৬-৫৭

أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَى نُزُلا بِمَا كَانُوا يَعْمَلُونَ وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ
তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অতঃপর তাদের বসবাসের জন্য রয়েছে জান্নাত মেহমানদারী হিসেবে, তারা যা করছিল তার বিনিময়ে। কিন্তু যারা পাপকাজ করেছে অতঃপর তাদের বাসস্থান হবে আগুন, যখনই সেখান হতে তারা বাইরে যেতে চাইবে, তখনই তারমধ্যে তাদেরকে ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা আগুনের শাস্তির স্বাদ নাও যাকে তোমরা মিথ্যারোপ করতে। আস-সাজদাহ, ৩২/১৯-২০

>>> আল্লাহর দেওয়া তুলনা <<<
أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الأرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আমি তাদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব কি? মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব কি? সোয়াদ, ৩৮/২৮

وَمَا يَسْتَوِي الأعْمَى وَالْبَصِيرُ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَلا الْمُسِيءُ قَلِيلا مَا تَتَذَكَّرُونَ
অন্ধ আর চক্ষুষ্মান সমান হয় না এবং যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করছে আর দুষ্কতিকারীরা সমান হতে পার না; তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর।আল-মুমিন, ৪০/৫৮

أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ نَجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءً مَحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ
যারা পাপকাজ অর্জন করেছে তারা কি মনে করে, যারা ঈমান আনে ও সৎকাজসমূহ করে, আমি তাদের উভয়কে সমতুল্য গণ্য করব? তাদের জীবন ও তাদের মৃত্যু একই রকম হয়ে যাবে কি? তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ! আল-জাসিয়া, ৪৫/২১

>>> আল্লাহ তাদেরকে খিলাফত দান করবেন <<<
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الأرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
আর আল্লাহ তাদেরকে ওয়াদা করেছেন যারা তোমাদের মধ্যে ঈমান আনে ও সৎকর্ম করে, অবশ্যই তাদেরকে পৃথিবীতে খিলাফত দান করবেন, যেমন তিনি তাদের পূর্ববর্তীদেরকে খিলাফত দান করেছেন এবং অবশ্যই তিনি সুদৃঢ় করবেন তাদের জন্য তাদের দীনকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন আর তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে নিরাপত্তা দান করবেন; তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না আর এরপর যারা অস্বীকার করবে, তারাই সত্যত্যাগী। আন-নূর, ২৪/৫৫

তথ্যসূত্র :
বই: ওয়াহীর জ্ঞান। সংকলন: মোহাম্মদ সাইদুর রহমান; সম্পাদনা: অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক; প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স। এয়োদশ অধ্যায়ঃ ঈমান, মুনাফেকী ও কুফরি; পৃষ্ঠাঃ ৪২৩ হতে ৪৩৩ পর্যন্ত।

Post a Comment

0 Comments